যে কোনও বিষয়ে,
কারো সমালোচনা করার আগে
কারো ব্যাপারে ভুল কিছু ভাবার আগে
সেই বিষয়ে প্রথমে,
সম্পূর্ণ নিশ্চিত হন ;
হতে পারে ,
আপনি ভাবছেন এক,
বা,
আপনাকে বিশ্বাস করানো হয়েছে এক ,
এদিকে আসল বিষয়টা আলাদা ,
আর, যেটা হয়ত আপনি জানেনই না ৷
আপনি কল্পনা প্রসূত ভাবে বা
কারোও প্ররোচনায় হয়ত
কোনও ব্যক্তি বা ঘটনাকে
ভুল ভাবে বিচার করছেন ,
এবং নিজের মধ্যে ভ্রান্ত ধারণা কে উপলব্ধ করছেন ,
হতেও পারে আপনি ঠিক
কিন্তু আপনি নিশ্চিত নন ,
আলোচনা সাপেক্ষ কোনও বিষয় হলে,
দয়া করে সেটাই করুন ৷
ভুলভাল বুঝিয়ে
কান ভারী করার লোকের
কিন্তু অভাব নেই,
যেকোনও সম্পর্কই মূল্যবান,
সেটা প্রেমজ হোক বা বন্ধুত্ব বা যেকোনও
তাই কোনও সংবাদ বা ঘটনাকে,
বিশ্বাস তখনই করুন বা পদক্ষেপ তখনই নিন,
যখন আপনি ১০০% নিশ্চিত হবেন,
নিজের কোনও ব্যক্তিগত বিষয় নয়
এটা লেখার একটাই কারণ,
ভুলবোঝাবুঝি বা ঠুনকো sentiment এর কবলে পরে,
আমরা অনেক সময়,
অনেক ভালো সম্ভাবনা বা সম্পর্ক কে
নষ্ট করে ফেলি,
পরে নিজের ভুল মানুষ বুঝতে পারলেও,
সম্পর্কগুলোকে অক্সিজেন দেওয়ার জন্য,
কোনও concentrator, available থাকেনা ,
তাই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যাচাই করুন
যে আপনি ঠিক তো
ভুল হচ্ছেনা তো কোথাও
ব্যাস, এইটুকুই ;
ভালো থাকুন,
ভালো রাখুন..
লেখাটি আমার ফেসবুক পেজ – ANISH UNCUT এ আগেই প্রকাশ করেছি ৷