
(৩০ শে ডিসেম্বর, ২০১৯, আমার page- ANISH UNCUT এ লেখাটি Publish করেছিলাম৷)
আমার
আশা তুমি
ভরসাও তুমি,
সুখ তুমি
দুঃখও তুমি,
কান্না তুমি
হাসিও তুমি,
রাগ-অভিমান
সেটাও তুমি,
দিন তুমি
রাত তুমি
রোদ-বর্ষা
বসন্ত তুমি,
শীতের রাতে
ক্যাথা তুমি,
প্রবল বৃষ্টিতে
ছাতা তুমি,
আবেগ তুমি
অহংকার তুমি,
আলো তুমি
আঁধারও তুমি,
স্বপ্নে আমার
শুধুই তুমি,
ভালোবাসার
মানেও তুমি,
অলস বিছানায়
আদিম-অসুখ
তুমি,
মিডনাইটের
ক্রাইসিস তুমি,
মাথাব্যাথার
স্যারিডন তুমি,
গভীর জ্বরের
ক্যালপল তুমি,
চিনি নয়
স্যাকারিন তুমি,
ভালো – খারাপ
নিয়েই তুমি,
চাওয়া,
না পাওয়া
দুটোই তুমি,
মনের বন্ধ তালার
চাবিও তুমি,
চরম শীতের
সোয়েটার তুমি,
একলা রাতের
পাশবালিশ তুমি,
আমার
কালো ফুসফুসের
নিকোটিন তুমি,
শুকনো ঠোঁটে
বোরোলিন তুমি,
পেঁয়াজের চেয়েও
দামী তুমি,
গরম বিরিয়ানীতে
নরম আলু,
তুমি,
কালো সিল্কে
উর্বশী তুমি,
গভীর ক্ষতে
আঁকো চুমু,
তুমি ;
বছর শেষের
লেখাতেও তুমি,
আমার প্রোটোপ্লাজমে
নিউক্লিয়াস তুমি,
শুধু কল্পনা নয়,
বাস্তবে হবে ;
কবে তুমি?
তাহলে,
আসছে বছরে
আসছোতো তুমি?
আমার সম্পূর্ণ অস্তিত্ব
জুড়ে শুধুই তুমি,
জি বাংলা নয়,
জীবন মানে
Only তুমি,
কোহলের গেলাসে
বরফের কেলাস তুমি,
যদি আবারও জন্মায়
তখনও তুমি ;
সবশেষে বলো
আছো কোথায় তুমি?
কোথায় তুমি??
তুমি ??