এই লেখাটি আমার official ফেসবুক page, ANISH UNCUT এ 29th October আমি post করেছিলাম ৷
নিজের বিষয়ে, মানুষের কিছু প্রশ্নের উ্ত্তর দিয়েছি, এই Blog টিতে ৷

আমার ব্যাপারে মানুষের ( মূলত মেয়েদের) অভিযোগ এবং জিঞ্জাসাগুলোর চেষ্টা করবো উওর দেওয়ার৷
প্রশ্নগুলো নিম্নরূপ :
১. আমি সিঙ্গেল কীনা৷
২. আমার CRUSH বা GF কে?
৩. আমি পত্রিকায় কবে লিখবো বা ANISH/UNCUT magazine কবে আমি আনছি?
৪. আমি কেন Fan meeting করিনা বা তাদের সাথে দেখা করিনা? তারা কেনও সামনাসামনি আমার কোনও suggestion পায়না?যেটা নাকি অনেক Admin করে থাকেন৷
৫. আমি কেন page এ call করলে receive করিনা সবসময়?
৬. আমি কেনও প্রকাশ্যে বা প্রচারের আলো থেকে নিজেকে বহু দূরে রাখি?
৭. কেন আমি যেকোনও অচেনা মেয়েকেও “বোন” বা “দিদিভাই” বা “Mam” সম্বোধন করি?
৮. আমার এত কষ্ট কেন আমি share করিনা?
৯. আমি কেনও maximum message এর replay করিনা?আমি নাকি তাদের ignore করি৷
১০. আমি কেন comment এর reply হিসাবে শুধুমাত্র “hm” “hmm” “thanks” “dhonnobad” “ok” “thank you” এবং সবথেকে সাদামাটা smily কেন ব্যবহার করি?
১১. কালো রঙের সাথে আমার কীসের এতো ভালোবাসা?
১২. “একদমই তাই” কথাটা আমার এতো পছন্দের কেন?
১৩. আমার whattsapp no, কোন নাম্বারে আমি সবসময়, কখন, available?
১৪. DELVIN কে কেন এত ভালোবাসি?
১৫. কলকাতায় কোথায় থাকি?
১৬. আমার pager email id এবং personal id
১৭. website আছে কীনা ?
১৮. অবসর সময়ে কী করি? পছন্দের পোশাক কী ?
১৯. মাথায় টুপি কেন পড়ি সবসময় , টুপিতে আমার নাম দিয়ে design গুলো কে করে দেয় এবং হাতে অত ভারী পাঞ্জাবী কাড়া কেন থাকে, কেন এত সিগারেট খাই?(এগুলো তারাই message করে, যারা আমাকে সামনাসামনি চেনে, কিন্তু আমি তাদের চিনিনা, কারণ আমার থোবড়া ভালো নয় বলে হয়ত, কথা বলেনি, হাহাহা!)
২০. বিয়ে কবে করছি, করলে নিমন্ত্রন করবো কীনা ?
২১. ১৮+(যদিও ১৩+ বলা যায়, বর্তমানে যা পাকা সব ছেলেপুলে)বা প্রাপ্তবয়স্ক দের জন্য NON-VEG posts কেন এত কমিয়ে দিয়েছি আমি?
২২. আমার personal id কোনটা?
Boss, তোমরা মানুষ না Question Bank একটু বলবে?
এত ভাবনা তোমাদের আমাকে নিয়ে?
আর এটাও বলো আমি কী Robot না Alien কোনটা?
একজন অত্যন্ত সাধারণ মানুষ ,
যে প্রচার বিমুখ,
stardom ব্যবহারের সম্পূর্ণ বিরোধী,
না কোনওদিন প্রকাশ্যে আসতে চাই,
একজন অত্যন্ত সাধারণ মানের NON-PROFIT ব্লগার আমি,
নিজেকে লেখক বললে ধৃষ্টতা হয়ে যাবে ।
তোমাদের শুভেচ্ছা যতদিন থাকবে, চেষ্টা করবো লিখে যাওয়ার ।
নিজের আসল নাম, ছবি, ঠিকানা , ফোন নাম্বার কোনওকিছুই গোপন করার প্রয়োজন আমার কোনওদিনই পরেনি এই page টা চালাতে গিয়ে , ব্যতিক্রম বোধহয় আমি এই জায়গায়, সৎ সাহসের প্রয়োজন হয়, বন্ধু ।
তো বাস্তবিক প্রশ্নগুলোর উওর হিসাবে প্রাসঙ্গিক আলোচনা করতে চাইবো তোমাদের বিবিধ অনুরোধের ফলসরূপ৷
বাংলাদেশেরও অসংখ্য মানুষ আমার লেখা পড়েন, আমাকে ভালোবাসেন, সত্যিই তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার কাছে, সবসময় এভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, লেখায় কোনও সংশোধনের প্রয়োজন হলে, আমাকে অবশ্যই জানান। এতে আমি নিজেকে আরও সমৃদ্ধ করতে সমর্থ হব ।
উওর :
আমি পরিপূর্ণ সিঙ্গেল,আর আপাতত সম্পর্কে আসার মতো পরিস্থিতি আসেনি বা বিশ্বাস ও ভেঙে গেছে বলা যায়৷কোনও crush নেই,ভালোবাসা বোধ আছে৷কোনও ভালো সংবাদ থাকলে সবার প্রথমে আমার fans রা সংবাদ পাবে৷আর বাকিটা নিতান্তই নিজের৷
Magazine যদি সুস্থ থাকি আসবে, ১৫ ই ফেব আমার “পুলওয়ামা” নিয়ে লেখাটা আনন্দবাজারে বেরিয়েছিল, আমার ফ্যানসরা জানো আর REPORTER নই যে পত্রিকায় লেখায় অতটা আগ্রহ থাকবে,যদিও আমি চাইলে personal column লিখতেই পারি৷
আর fan meeting এর সময় হোক নিশ্চয় চেষ্টা করবো৷এত মানুষের সাথে সময় বের করা প্রায় অসম্ভব৷আর মূল ব্যাপার হলো-যেহেতু single admin page,তাই লেখা, graphics, reply করা, সমস্ত আমি নিজেই করি,তাই সত্যিই সময় থাকেনা৷সামনাসামনি দেখা না করলেও আমার দৃষ্টিভঙ্গির আঙ্গিক তোমরা জানতে পারবে সবাই৷
Page এ call করলে সবসময় ধরা সম্ভব হয়না,device silent এ থাকে,আর একা সবকিছু monitor করা সম্ভব নয়৷
”বোন”, “দিদিভাই” বা “Mam” সম্বোধন করি কারণ এগুলোই সবথেকে নির্ভেজাল বলে বিশ্বাস করি তাই৷আর কাকে কী বলে ডাকলাম তাতে সমস্যা কোথায়? আমার উদ্দেশ্য লেখার প্রসার ঘটানো,পিরিত করা নয়,সেসব ছেলেপুলে সারাদিন মেয়ে ইমপ্রেস করতে ছিনেজোকেঁর মতো চিটে থাকে,তাদের মতো ব্যবহার আশা করবেন না সেই আশা রাখি৷
আর রাত পোহালেই ভাইফোঁটা , আমাকে virtually ফোঁটা দিতেই পারো, আমি সাগ্রহে শুভেচ্ছা নেবো, চাইবো তোমরা সবাই ভালো থাকো৷(এই বছর দাদুর মৃত্যুর জন্য, কোনও উৎসবই নেই আমার), ঠিক যেমন এবছরও আমি আমার বোন, দিদিদের কাছে অসংখ্য রাখীর শুভেচ্ছা পেয়েছিলাম, এর থেকে আনন্দের কিছু হয়না হয়তো৷
আর যেহেতু human psychology নিয়ে লিখি তাই জনে জনে কষ্ট share করার কিছুই নেই৷ অধিকাংশই কাল্পনিক৷এটাও ঠিক কষ্ট গুলো থেকে শক্তি সঞ্চয় করেই ANISH UNCUT তৈরী করেছিলাম৷আর আমি ব্যক্তিগত ভাবে Commments reply পছন্দ করি message এর তুলনায়৷আর message/comments এর reply সংক্ষেপে দেওয়া পছন্দ করি৷তাই “dhonnobad” “thanks”, “hm” ,“ha” ,“ok”,সাধারণ smily, এগুলোই প্রিয় শব্দ বা emoji আমার কাছে৷আর আমি single admin হয়েও যথাসাধ্য চেষ্টা করি তোমাদের response করার৷
কালোরঙ আমার সবথেকে পছন্দের, এর পেছনে কোনও
কারণ নেই, Black is my drug, সপ্তাহের প্রায় প্রতিটা দিনই আমি কালো shirt এই থাকি এবং যেকোনও মানুষ কালো পোশাকে, আমার আলাদা দৃষ্টি আকর্ষন করে ৷ কালো শাড়ির প্রতি আলাদা দুর্বলতা, আমি আগেও আমার লেখার মাধ্যমে তুলে ধরেছি ৷
“একদমই তাই” আমার সবথেকে প্রিয় শব্দ , এটা আমার নিয়মিত পাঠক পাঠিকাদের কাছে অবগত ৷
DELVIN , ওই একমাত্র, যে NON SMOKING জায়গাতেও, আমাকে আনন্দে রাখে, ইরানের শিশুটি, বিশ্বের cutest, no doubt.
আমি নিজে ওর সবথেকে বড় fan, যার জন্য একটা করে video প্রতি রবিবার, ওর post করি ৷
Whatsapp no – page বা profile সবজায়গাতেই দেওয়া রয়েছে, শুক্র এবং শনিবার রাত ১১ টার পর আমি সব ফোন ধরি৷
আমি পর্ণশ্রীতে থাকি স্থায়ীভাবে ৷৷
আমার পেজের email id – anishuncut006@gmail.com
ব্যক্তিগত id কারোও, কোনও বিষয়ে প্রয়োজন হলে, আমাকে personal sms করলে, আমি নিশ্চয় জানাবো ৷
Website – anishuncut(dot)com – এটাও অনেকেই জানবেন হয়তো ৷ spam এড়ানোর জন্যই url টা এইভাবে দিলাম ৷
প্রতি সপ্তাহঅন্তে সিনামা দেখি, ১ টা বা ২ টো, অবশ্যই hall এ গিয়ে, এটা একরকম অভ্যাস বলতে পারা যায় আমার, আর এটাই অবসর৷
প্রিয় পোশাক – Black shirt এবং heavily destroyed torn jeans.
Cap সবসময় পড়ি, ভালোবাসি তাই, আর নাম লেখা এই কারণেই, যাতে হারিয়ে গেলে কেও খুঁজে পেলে ফিরিয়ে দেয়, প্রতিটি cap ই আমার কাছে খুব প্রিয়, শুধু সেইজন্যই ৷ আর ৩২১ গ্রামের পাঞ্জাবী কাড়াটা আমি সবসময় রাখি, অভ্যাস হয়ে গেছে বলেই ৷ ওটা আমার একটা অনিচ্ছাকৃত identity সৃষ্টি করেছে, সেটা আমিও জানি ৷
আর বিয়ে? ওটা ওপরওয়ালার হাতে ৷
আসলে সম্পূর্ণ সিঙ্গেল মেয়ে পাওয়া
আর বোজা পুকুরে,
ইলিশ মাছ পাওয়া
দুটোই সমান..
তবে করলে, নিশ্চয় জানতে পারবেন ৷
Non veg post কমিয়েছি কিন্তু শনিবার করে spoiler post দেওয়ার চেষ্টা করি ৷ রোজরোজ এক ধরনের খাবার খেলে, মুখে অরুচি ধরাটা স্বাভাবিক ৷যাদের adult post পছন্দ, জানাতে পারেন, কারণ রূপকের মাধ্যমে একটা লেখাকে বানাতে সময় লাগে ৷
আমার personal id কারোও অজানা থাকার কথা নয়, কারণ সেখান থেকেই সবাইকে reply করি ৷
তাও যারা জানতেন না, তাদের জন্য দিচ্ছি,
Anish Ranjan Chatterjee – https://www.facebook.com/SUICIDALSACRIFISER006
আশা করি আমার ব্যাপারে সব উত্তর দিতে পেরেছি৷তাও যারা ঠিকঠাক response পাওনা বা defensive বা দায়সারা reply পাও বলে রেগে আছো,তারা দয়া করে শান্ত হও৷আমার নিজের না কিছু পাওয়ার আছে,না কিছু নতুন করে চাওয়ার আছে,সুতরাং আমি সেই মানুষ,
যে শুধু মানুষের মূল্যবোধের অবক্ষয় বাঁচাতে লেখে,কোনও তকমা পেতে নয়৷
লেথা পড়ুন,
ভালোবাসুন,
আশীর্বাদ করুন,
ভুল ট্রুটি থাকলে খিস্তি সহকারে ক্ষমা করুন,
যাতে নিজের লেখার আরও উন্নতি ঘটিয়ে
আপনাদের বিশ্বাসের একমাত্র যোগ্য দাবিদার থাকতে পারি…