ফ্রেন্ডলি্স্টে সবুজ আলোয় আর জ্বলো না তুমি,
এখনো চাইলে পেতে পারো হঠাৎ হারানো ভূমি৷৷
হ্যাঁ আমার পরবর্তী সিগারেটের নেপথ্যেও শুধু তুমি৷
তোমাকে নিয়ে অতি সাম্প্রতিক যে লেখাটা শুরু করেছিলাম,
তার শেষ লাইনটা
আমি আজও লিখে উঠতে পারিনি,
(কারণ কিছু অনুভূতি মরে গিয়েও বেচেঁ থাকে
আর আমি আগেও লিখেছি যে মানুষ আজকাল সুন্দর মুখ কে বিশ্বাস করে ঠকে
অথচ সুন্দর মন কে তুচ্ছ ভেবে আগ্রহ প্রকাশ করেনা৷
আর এখন তো অধিকাংশই better options এ বিশ্বাসী opinion এ নয়৷)
বিগত কয়েকদিনের চেষ্টায়,
আমি আজও সেই
লাইনটাতে লিখতে পারলাম না,
যে তুমি প্রতারণা করেছো,
ভুল করেও যে আমি পারবো না বলতে
তুমি ছলনাকারী,
খেলেছো কারো জীবনের
শেষ অনুভূতি গুলো নিয়ে, জেনে শুনে ;
প্রাণ খুলে হেসেছো তুমি,
পরাজিত ভেঙে যাওয়া এই আমাকে দেখে৷
সেদিন কেঁদেছিলাম,
সত্যি খুব কেঁদেছিলাম স্বপ্ন ভাঙার যন্ত্রণায়৷
আজোও সেই কান্নার জল বয়ে যায় এ চোখ থেকে,
মুছে যায়নি আজোও সেই যন্ত্রণার চিহ্নটুকু৷
তবুও বেঁচে আছি,
আমার আমিকে প্রচন্ড ভালোবেসে৷
তোমার অসমাপ্ত অনুভূতি আর নিকোটিনে
অর্থহীন অণীশ ধুকছে জালি প্রেমের যন্ত্রনায়৷
হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো একদিন
তোমার জীবনেও আসবে,
যেদিন স্মৃতির তীরের ছোবল তোমাকেও কাঁদাবে ।
সেদিন হয়তো আমি অনেক দূরে থাকবো,
যেখানে তোমার চোখের জল গড়িয়ে
আমি অব্দি আর পৌছবে না,
মনে করিয়ে দেবেনা,
কারো চোখের জল আমায় কষ্ট দিতো ৷
মনে করিয়ে দেবেনা,
আমার চোখের জল
কারো হৃদয়ের আনন্দ ছিল ৷
স্মৃতি গুলো বার বার আমাকে বলবেনা,
তুমি এক মিথ্যাকে ভালোবেসেছো ৷
তবুও আশ্চর্য এই যে,
তোমার ছোট্ট একটি মিথ্যে,
গোটা আকাশটাকে ধ্বংস
করে দেয়নি,
কেবল ধ্বংস করে দিয়েছে আমার আকাশটা৷
ছোট্ট একটা স্বপ্ন,ছোট্ট একটা আশা ফুরিয়েই গেলো না হয় তোমার মিথ্যে
ভালবাসায়।
যদি হৃদয় ভাঙ্গার খেলায় আবারও মেতে উঠতে চাও,
তবে ফিরে এসো কোন এক বৃষ্টি ঝরা সন্ধ্যায়।
আমি আবার আমার ভাঙ্গা হৃদয়টা তোমার হাতে তুলে দেব,
দেখি হৃদয় ভাঙ্গার খেলায় তুমি কতোটা পারদর্শী।।
আমার বর্ণহীন দুনিয়ায় আমি একাই বর্ণহীন
আর তুমি কেবলই নতুন স্বপ্নে রঙীন,
থাকো তুমি,
যদি কখনো তুমিও বর্ণহীন হও
তবে ফিরে এসো৷
আমার স্বপ্ন গুলো একা থাকুক.
বৃষ্টি ভেজা রাতে আমার দু চোখের জল
কি আসে যাই তাতে,
তাতে সুখ গুলো সব তোমার থাকুক ;
দুঃখ গুলো আমার,
রাতের তারা তোমার থাকুক…
______________________ অন্ধকারটা আমার৷ (ANISH/UNCUT)